বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাতে পাহাড়ায় গুরুত্ব দিলে আতংক কমে যাবে : পন্টি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১১, ১১ সেপ্টেম্বর ২০২৫

রাতে পাহাড়ায় গুরুত্ব দিলে আতংক কমে যাবে : পন্টি

আফজাল হোসেন পন্টি

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেছেন, সাতটার মধ্যে বিসর্জন প্র্যাক্টিক্যাল না। পাশাপাশি নামাজের সময় থাকে তিনটি। এটা আরেকটু বাড়ানো যায় কীনা তা ভেবে দেখার অনুরোধ করছি।

বুধবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ড্রেনগুলোর উপরে যেখানে ফাঁকা আছে সেখানে বাঁশ দিয়ে চলাচলের ব্যাবস্থাটাও করা দরকার। যেন মানুষ চলাচল করতে পারে। নারায়ণগঞ্জে অনেক জাঁকজমকপূর্ণ ভাবে পূজা উদযাপন হয়। পূজায় রাতে নিতাইগঞ্জে ভয়াবহ যানজট থাকে। আমি এ বিষয়টি দেখার জন্য অনুরোধ করবো।

গত বছর পূজা মন্ডপে পাহার দেয়ার বিষয় ছিল। এটা নিরাপত্তার ফিলিং দেয়। আপনারা এবারও এটা চাইলে করতে পারেন। ঝামেলা গুলো হয় যে একটি মন্দিরে একজন মাদকাসক্তকে টাকা দিয়ে ঢিল মারা হল। এটা দেখা গেছে। রাতে পাহাড়ার বিষয়টিতে গুরুত্ব দিলে আশংকা কমে যাবে।

পূজায় গানবাজনার বিষয়টি নির্দেশনা না দেয়াই ভাল। তারা অবিবেচক না। আমি কখনও দেখিনি তাদের আজান বা নামাজের সময় গান বাজাতে। এটা মৌখিকভাবেই বলে দিলে হয়। সময়টা বেধে দিতে পারেন।