শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে আট দফা দাবীতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে আট দফা দাবীতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ 

বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। 

এসময় সিলেটে ব্যাটারি রিকশা ও ইজিবাইক শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলনের নেতা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এবং ব্যাটারি রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর আহ্বায়ক প্রনব জ্যোতি পাল সহ সকল গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

এছাড়াও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন এর অধ্যাদেশ নং-৪৫/২০২৫ বাতিল করে একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চুড়ান্ত করে বিআরটি এর অধীনে ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, প্রশিক্ষণ করাসহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৮ দফা দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটে ব্যাটারি রিকশা ও ইজিবাইক শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম নেতা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও ব্যাটারি রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের আহ্বায়ক প্রনব জ্যোতি পাল-সহ গ্রেফতারকৃত সকল শ্রমিক নেতাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

তারা বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য কালো আইন দ্রুত বিচার আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিচ্ছে, যা সংবিধান ও গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তারা আরো বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন এর অধ্যাদেশ নং-৪৫/২০২৫ শ্রমিক ও খেটে খাওয়া মানুষের স্বার্থবিরোধী। তাই এ অধ্যাদেশ বাতিল করে একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করতে হবে, যাতে বিআরটি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এর অধীনে সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স প্রদান, রুট পারমিট অনুমোদন এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, কার্যকরী সম্পাদক হানিফ মিয়া, জেলা রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এস.এম কাদির সহ প্রমুখ।