শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নাসিকের সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ 

সিটি করপোরেশনে প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অস্থায়ী কমিউনিটি ফ্যাসিলিটেটরদের জন্য দুই দিনের সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটি স্থানীয় জনগণের আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিটি করপোরেশনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। 

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা দক্ষতা অর্জন করলে কমিউনিটির মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই প্রশিক্ষণ আপনাদের সেই দক্ষতা বিকাশে সহায়ক হবে।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সঞ্চয় ও ঋণ সংক্রান্ত নীতি, অর্থনৈতিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে কার্যকর পদক্ষেপের উপর বিস্তারিত ধারণা লাভ করেন।

প্রশিক্ষণটি ২৫ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয় এবং এতে কমিউনিটি ফ্যাসিলিটেটররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের বাস্তব সমস্যার সমাধান ও দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান আহরণ করেন।