ফাইল ছবি
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-০৩ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জননেতা অঞ্জন দাস। জননেতা অঞ্জন দাস গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী হিসেবে দীর্ঘদিন ধরে শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
মনোনয়নপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় অঞ্জন দাস বলেন, “এই মনোনয়ন কোনো ব্যক্তির একক অর্জন নয় এটি শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ এবং বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে লড়াই করা জনগণের সংগ্রামের স্বীকৃতি। নারায়ণগঞ্জ-০৩ দীর্ঘদিন ধরে লুটপাট, দখলদারিত্ব, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতির শিকার। এই পরিস্থিতির পরিবর্তন আনতে জনগণের শক্তির উপর ভর করেই আমরা লড়াই করব।”
অঞ্জন দাস বলেন, এই নির্বাচন ক্ষমতার পালাবদলের জন্য নয়, বরং রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার লড়াই। জনগণই হবে এই লড়াইয়ের প্রধান শক্তি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন সোনারগাঁও থানার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য রাতুল দেওয়ান, কাজী মাশরাফি সহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

