সোমবার, ১১ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অস্ত্র মামলায় দুই যুবকের ১০ বছর করে কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ২৮ জুলাই ২০২৪

অস্ত্র মামলায় দুই যুবকের ১০ বছর করে কারাদণ্ড

কারাদণ্ড

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় দুই যুবকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জ সদরের মিশনপাড়া এলাকার মো. নাজির হোসেন বাবুলের ছেলে মো. নাজমুল হোসেন (৩১) ও ফতুল্লা পাগলা এলাকার ফজর আলী শেখের ছেলে মো আলামিন (৩০)।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ২০১৪ সালের ২৩ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অস্ত্র মামলায় দুজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট জানান, ২০১৪ সালের ২৩ নভেম্বর কেনা-বেচার সময়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।