শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গণসংযোগে ভোটারদের সাথে চা খেলেন রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৮, ২৫ অক্টোবর ২০২৫

গণসংযোগে ভোটারদের সাথে চা খেলেন রাজীব

ভোটারদের সঙ্গে চা আড্ডায় রাজীব

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধানের শীষের প্রচারণায় নেমে সাধারণ ভোটারদের সঙ্গে চা পান, কুশল বিনিময় ও আড্ডায় সময় কাটিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ–৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব। 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।

বিকেলে কাশিপুর ইউনিয়নের ভেলাইল এলাকা থেকে গণসংযোগ শুরু করে রাজীব একে একে কাশীপুর, গেদুরবাজার, লামাপাড়া, চর কাশীপুরসহ আশপাশের পাড়া–মহল্লায় ঘুরে বেড়ান। প্রতিটি জায়গায়ই তাকে ঘিরে দেখা যায় উৎসুক জনতার ভিড়। তরুণ থেকে বয়স্ক, নারী থেকে শ্রমজীবী—সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রচারণা কার্যক্রম রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।

এসময় রাজীব স্থানীয় দোকান, রাস্তার মোড় ও চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে বসে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। তাদের হাতে তুলে দেন বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট। তিনি জনগণের উদ্দেশে আহ্বান জানান ৩১ দফা সম্পর্কে জানুন এবং বুঝে সিদ্ধান্ত নিন কারা সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র গড়তে চায়।

প্রচারণার ফাঁকে রাজীব স্থানীয়দের সঙ্গে চা পান করে খোঁজ নেন তাদের জীবনযাত্রা, কর্মসংস্থান ও নাগরিক সমস্যার। ভোটারদের অনেকেই বলেন, রাজীব সব সময় সহজভাবে মিশে যান, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে।

স্থানীয়রা বলছেন এ ধরনের গণসংযোগ কর্মসূচি কেবল নির্বাচনী প্রচারণা নয়, বরং মানুষের মন জয়ের এক বাস্তব প্রচেষ্টা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি মাঠ পর্যায়ে আস্থা ও সম্পর্ক তৈরি করছেন।