সোমবার, ২০ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫ অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৪, ২০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫ অনুষ্ঠিত 

শীর্ষ আইটি পেশাজীবীদের সম্মেলন

দেশের শীর্ষ আইটি পেশাজীবীদের সম্মেলন “বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (BITPN)।

গত ১১ অক্টোবর ঢাকার বনানী ক্লাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে ছিল তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা, যেখানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় একাডেমিয়ান, সফল উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞগণ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকনির্দেশনা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে প্রয়োজন একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা, যাতে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করা যায়। তারা আরও উল্লেখ করেন যে, এই ধরনের নেতৃত্ব সম্মেলন তরুণ প্রজন্মের আইটি পেশাজীবীদের জন্য প্রেরণার উৎস হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান, ও আইটি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপস্থিত সকলেই আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং “বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট”-এর উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট ২০২৫ আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের প্রযুক্তি নেতৃবৃন্দের জন্য আরও নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং সহযোগিতার সুযোগ তৈরি করতে চান।