ফাইল ছবি
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেন আতঙ্কের জনপদ। রাত গভীর হলেই বাড়তে থাকে চুরি ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড। বৃহস্পতিবার রাতে এমনই একটি অপরাধের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, সিএনজির পেছনের ক্যারিয়ারে দাঁড়িয়ে আছেন এক যুবক। সিএনজির ভেতরে দরজা খুলে দাঁড়িয়ে দুই যুবকের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হচ্ছে। তবে দুজনের হাতেই ছিল দেশীয় অস্ত্র চাকু। এটি কি আসলে ছিনতাই না অন্য কিছু তা এখনও পরিষ্কার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান, নাসির উদ্দিন সাহা নামের এক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তিনি জানিয়েছেন, কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের মদনপুর এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা চোখে পড়লে মুঠোফোনে ধারণ করে সেটি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন। যা মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে মদনপুর এলাকা অতিক্রম করলে ছিনতাইয়ের কবলে পড়া সিএনজিটিও আর দেখতে পাননি। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি সংশ্লিষ্ট থানায়। তবে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে ঘটনার আদ্যপান্ত। এমনটাই জানিয়েছেন কাঁচপুর ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ।
বন্দর থানার অফিসার্স ইনচার্জ লিয়াকত হোসেন জানান, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কোনো জায়গাটিতে এ ঘটনা ঘটেছে তার স্পষ্টভাবে বোঝা যাছে না। তবে মদনপুর থেকে লাঙ্গলবন্দ এলাকার মাঝামাঝি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ভিডিওতে সিএনজিতে থাকা ভেতরে ও বাহিরে দুজনের হাতের চাকু দেখা যাচ্ছে। আসলেই কি তারা ছিনতাইকারী না দুইগ্রুের দ্বন্দ্ব বা অন্য কিছু তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। বিষয়টি চিহ্নিত করার জন্য একাধিক টিম কাজ করছে।

