শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে সক্রিয় সায়েম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৯, ২৫ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে সক্রিয় সায়েম 

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে মাঠে নেমেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত এই নেতা বিগত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দলীয় নেতাকর্মীদের কাছে নিজের রাজনৈতিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সরকার পতন আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

আনোয়ার সাদাত সায়েম বর্তমানে রূপগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র সংস্কারে ৩১ দফা' কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন এবং জনগণের কাছে ধানের শীষে ভোট চাইছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে মাঠের রাজনীতিতে আনোয়ার সাদাত সায়েমের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। রাজপথে বারবার সক্রিয় ভূমিকা পালন করে তিনি দলের প্রতি তার অবিচল আস্থার প্রমাণ দিয়েছেন। তার নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও জানা যায়। তার সাংগঠনিক ক্ষমতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক রূপগঞ্জ আসনে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আনোয়ার সাদাত সায়েমের এই সক্রিয় অংশগ্রহণ রূপগঞ্জ আসনে বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সাথে সমন্বয় করে নির্বাচনী এলাকার প্রতিটি স্তরের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সায়েমের মতো একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতার মাঠে থাকা রূপগঞ্জ আসনে ধানের শীষের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

নিজের রাজনৈতিক দক্ষতা ধরে রেখে এগিয়ে চলা এই নেতা বর্তমানে তার সকল শক্তি নিয়োগ করেছেন ধানের শীষের জয়ের লক্ষ্যে, যা রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।