
পরিচিতি সভা
নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) চাষাঢ়া বালুরমাঠ এলাকায় মেলা ফুড জোন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়নগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ও বাপেক্সের ডিজিএম লিপন, সহ সমন্বয়ক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আরিফ।
এছাড়ও উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক এসএম শৈবাল হোসেন, ফকির ফ্যাশনের এডমিন ম্যানেজার আকতার, আকিজ সিমেন্টের অপারেশন ম্যানেজার শাহরিয়ার সাব্বির, এসকে এফ এর এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, অন্তিম গ্রুপের প্রোডাকশন অফিসার প্রকৌশলী নাহিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স নুর মোহাাম্মদ, উপ-সহকারী কৃষি অফিসার সাইদুর, মাদক নিয়ন্ত্রনের সৈকত, এম কে ট্রেডিং এর মালিক কায়েস, নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক উত্তম, টেকনো ড্রাগের সিনিয়র ম্যানেজার সফিকুল ইসলাম, কসমেটিক্সের ব্যবসায়ী চন্দন কুমার, নারায়ণগঞ্জ ক্লাবের বিভাগীয় প্রধান সোহরাব হোসেনসহ অন্যান্যরা।
সংগঠনটি সমাজের নানা উন্নয়নমূলক দিক ও মানবকল্যানে নানা কাজের ব্যাপারে ঐক্যমত পোষণ করে।