
স্বল্প মূল্যে মাংস বিতরণ
নারায়ণগঞ্জের দেওভোগে রমজান উপলক্ষে নিন্মআয়ের মানুষদের মাঝে ৪৫০ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে গরুর মাংস বিক্রির ব্যবস্থা করেছেন রোটারিয়ান দিদার খন্দকার।
বুধবার (২২ মার্চ) শহরের দেওভোগ আখড়া মোড়ে নিন্ম আয়ের মানুষদের মাঝে মাংস বিক্রি করা হয়।
এসময দিদার খন্দকার জানান, সামনে মাহে রমজান। রমজান আসলেই একশ্রেনীর অসাধু ব্যবসায়ীরা মাংসের দাম বাড়িয়ে দেয়। নিন্ম আয়ের মানুষেরা গরুর মাংস বিক্রি করতে পারে না। তাই আমি নিজ উদ্যোগে ৪৫০ টাকা কেজি দরে আটশ লোকের মাঝে মাংস বিতরণ করবো। আমি বিত্তবানদের আহ্বান জানাবো, আসুন আমরা নিন্মবিত্তদের পাশে দাঁড়াই।