রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিএনপির এমপি  মনোনয়ন প্রত্যাশী পারভিনের বাড়ীতে পুলিশের ব্যাপক তল্লাশী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ২৩ অক্টোবর ২০২৩

আড়াইহাজারে বিএনপির এমপি  মনোনয়ন প্রত্যাশী পারভিনের বাড়ীতে পুলিশের ব্যাপক তল্লাশী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের  বিএনপির এমপি  মনোনয়ন প্রত্যাশী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের  বাড়ীতে থানা  পুলিশের ব্যাপক তল্লাশী করেছে। এই সময় তাকে তার  স্বামী জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুকে গ্রেফতারের চেস্টা করে পুলিশ। 

পারভিন আক্তার জানান, রাত ২টার দিকে পুলিশ আমাকে ও আমার স্বামীকে গ্রেফতারের জন্য পুলিশ ব্যাপক তল্লাশী করে। অথচ আমার স্বামী মহামান্য হাইকোর্টের পুলিশ পটেকশনে আছেন। ঘটনার সময় আমরা কেউ বাড়ীতে ছিলাম না। এই ঘটনায় তিনি নিন্দা জানান। তিনি   আরো বলেন, পুলিশ দিয়ে  আন্দোলন বন্ধ করা যাবে না।

অপর দিকে পুলিশ উপজেলার মনোহরদী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা তাতী দলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সামসুল ইসলামকে (৫৫) করেছে।