ফাইল ছবি
কক্সবাজারের ইয়াবা কারবারি মোহাম্মদ ছৈয়দ আলম (২৮)কে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধৃত মাদক কারবারির দেহ তল্লাশি চালিয়ে ৮টি জিপারের মধ্যে রক্ষিত ১৫০০ পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি মোহাম্মদ ছৈয়দ আলম সুদূর কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ফইত্যার পাড়া এলাকার আমির হোছেন মিয়ার ছেলে। বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় "খ" সার্কেল পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৫(১২)২৫। ধৃতকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর থানার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক মোঃ সেলিম ভূঁইয়া এর নিউ ভান্ডারী হোটেলের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গেছে, ধৃত ইয়াবা কারবারি মোহাম্মদ ছৈয়দ আলম দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

