রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বুদ্ধিজীবী দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধাঞ্জলি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৮, ১৪ ডিসেম্বর ২০২৫

বুদ্ধিজীবী দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধাঞ্জলি 

শ্রদ্ধা নিবেদন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পুস্পমাল্য অর্পণ, তাঁদের জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান, সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা, সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথি ও সদস্যবৃন্দ। পুস্পমাল্য অর্পণ শেষে তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ সহ সমস্ত মুক্তির লড়াই সংগ্রামকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই জারি রাখবেন বলেও জানান।