সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমিক অসন্তোষ শেষে ওয়েব টেক্স খুলছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৫

শ্রমিক অসন্তোষ শেষে ওয়েব টেক্স খুলছে

ফাইল ছবি

ওয়েব টেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতির অবসান হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে কারখানাটি স্বাভাবিক নিয়মে চালু হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১ থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ফতুল্লা বিসিক শিল্প এলাকায় অবস্থিত ওয়েব টেক্স অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৭০ থেকে ১৮০ জন শ্রমিক অবস্থান নেন। কারখানাটিতে মোট শ্রমিক সংখ্যা ৪০১ জন। শ্রমিকদের নেতৃত্ব দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

জানা যায়, কারখানা খোলার বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিকপক্ষ ৩৭ জন শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানালে শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল শ্রমিকদের পক্ষে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। পরে আলোচনার মাধ্যমে মালিকপক্ষ ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে।

আলোচনায় আরও উঠে আসে, গত চার দিন শ্রমিকরা কাজ না করে কারখানার ভেতরে অবস্থান নেওয়ায় মালিকপক্ষ চার দিনের বেতন কর্তনের প্রস্তাব দেয়। তবে উভয় পক্ষের সম্মতিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় তিন দিনের মূল বেতন কর্তন করা হবে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এক দিন অতিরিক্ত কাজ করবেন শ্রমিকরা। পাশাপাশি গার্মেন্টস কর্তৃপক্ষ দুইটি উৎসব বোনাস প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ও সঠিক সময়ে বেতন পরিশোধের আশ্বাস দেয়।

সমঝোতার অংশ হিসেবে মালিকপক্ষ জানায়, আগামীকাল থেকে কারখানাটি স্বাভাবিক নিয়মে চালু থাকবে এবং সকল শ্রমিককে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়। সিদ্ধান্তের পর শ্রমিকরা বিকাল সাড়ে ৩টার দিকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা মোঃ সেলিম বাদশা জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে, আগামীকাল থেকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। তবে যারা কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।