রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবি, আটক লঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৫

লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবি, আটক লঞ্চ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ 'বোগদাদীয়া-১৩' এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 'জান্নাতি' নামের একটি বাল্কহেড ডুবে গেছে। 

রোববার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। তবে, বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন আরোহী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডুবে যাওয়া 'জান্নাতি' বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, বাল্কহেডটি চাঁদপুর দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ফতুল্লা লঞ্চঘাট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা 'বোগদাদিয়া-১৩' লঞ্চটিকে সরাসরি বাল্কহেডের দিকে আসতে দেখে তারা গতি পরিবর্তনের চেষ্টা করলেও সংঘর্ষ এড়ানো যায়নি। লঞ্চের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগার ফলে বাল্কহেডটি ঘটনাস্থলেই ডুবে যায়। তবে, বাল্কহেডের ভেতরে থাকা ৫ জন কর্মচারী নিজেদের চেষ্টায় সাঁতরে তীরে উঠে যান।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাগলা নৌ ফাঁড়ির পুলিশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ লঞ্চটিকে আটক করে।

পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, বাল্কহেড ডুবিতে কোনো হতাহতের খবর নেই। পুলিশ ঘটনাস্থল থেকে লঞ্চটিকে আটক করলেও, কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (নৌ) আলমগীর হোসেন জানান, লঞ্চের ধ্বাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।