শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়া দেশের অমূল্য রত্ন: মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ১৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া দেশের অমূল্য রত্ন: মান্নান

দোয়া মাহফিল

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের মমতাময়ী মায়ের রোগমুক্তি ও সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে তাঁর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনা করছি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্তের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সাধারণ সম্পাদক রহমান সরকার এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও জাকারিয়া ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, রুবেল হোসেন, রিপন সরকার রাকিব, সোহেল রানা সহ স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।