প্রতীকী ছবি
দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হরিহরদী বাজারে এক ট্রাক্টর চালক ও তার পরিবারের ২ সদস্যকে বখাটেরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে হামলাকারীরা ট্রাক্টর চালক রায়হানের বাম পা ভেঙে দেয়। আহতদের উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে সোনারগাঁ থানায় বখাটেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাছাবো গ্রামে বসবাসরত আলমগীর ভূঁইয়ার ছেলে রায়হান (২০) ও রোহান (১৬) বিভিন্ন এলাকায় ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একই ইউনিয়নের মুছারচর এলাকা দিয়ে ট্রাক্টর চালানোর কারণে স্থানীয় বখাটে মোস্তফা ও সাইদুলের নেতৃত্ব কবির হোসেন, সানাউল্লাহ ও দুলুসহ ৬/৭ জনের একটি দল ট্রাক্টর চালক রায়হানের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে গত ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় সনমান্দী ইউনিয়নের হরিহরদী বাজারে ট্রাক্টর চালক রায়হান, রোহান ও তাদের পিতা আলমগীর ভূঁইয়াকে গতিরোধ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে পিটিয়ে আহত করে। হামলাকারীরা এসময় ট্রাক্টর চালক রায়হানের বাম পা ভেঙে দেয় ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন গুড়িয়ে দেয়। হামলাকারীরা এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে ট্রাক্টর চালক রায়হানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় সোমবার রাতে আহত আলমগীর ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত আলমগীর ভূঁইয়া জানান, দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বখাটেরা তার ছেলে রায়হানের বাম পা ভেঙে দিয়েছে। এসময় হামলাকারীরা তাকে ও তার ছোট ছেলে রোহানকেও পিটিয়ে আহত করেছে।
সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

