ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ১০৫ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব ইন্সপেক্টর (নিঃ) মিঠুন কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালানো হয়।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় প্রকাশ করে জানান, তার নাম কবির মোহাম্মদ (৩২)। তিনি ভাসমান অবস্থায় বসবাস করতেন। তার পিতা মৃত আঃ কাদির। তিনি মাসদাইর গুদারাঘাট এলাকায় মান্নান হাজীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতেন। থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি কবির মোহাম্মদের হেফাজত থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

