ফাইল ছবি
সিদ্ধিরগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় জনৈক জাহাঙ্গীরের মুরগির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাব্বির (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জপুল এলাকার জিয়া উদ্দিনের ছেলে। অপরজন মো. রানা (২৫)। তিনি মিজমিজি এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৩.৫ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

