ফাইল ছবি
ঢাকা ফার্মগেইটের কেআইবি মিলনায়তনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালায় অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।
শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই কর্মশালায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কৌশল এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মহানগর আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রমুখ নেতৃবৃন্দ।

