ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জেলা জুড়ে বাড়ানো হয়েছে তল্লাশি, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।
গত বুধবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম শুরু করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে জেলার সাতটি থানার গুরুত্বপূর্ণ স্থানে একযোগে সাতটি চেকপোস্ট বসিয়ে নিরবিচ্ছিন্ন তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।
রবিবার (১৪ ডিসেম্বর) জেলা পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো নাশকতামূলক তৎপরতা প্রতিহত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধার এবং মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন চেকপোস্টে ৩৮০টি মোটরসাইকেল ও ৪৫৮টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়েছে।
এছাড়া ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী জানান, সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা শঙ্কা তৈরি না হয় এবং নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

