মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৬, ২০ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, ৫ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রী বাজারসংলগ্ন এলাকায় টেন স্টার বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারিটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় বেকারির মালিক আবুল কালাম (৪৫) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং খাদ্যপণ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।