
প্রতীকী ছবি
ফতুল্লায় খেলার ছলে বৈদ্যুতিক তার ও প্লাস্টিক পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মোঃ লিমন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধের ৬১ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে কিশোর লিমন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন।
নিহত লিমন ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ শাহীন কোল্ডস্টোরেজস্থ নুরুল হকের পুত্র।
এ বিষয়ে নিহত লিমনের মা সুমা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, চলতি বছরের ২৮ জানুয়ারী দুপুররের দিকে নিহত লিমন নিজ বাড়ীর সামনে খেলার ছলে বৈদ্যুতিক তার ও প্লাস্টিক পোড়াচ্ছিলো। এ সময় অসাবধানতাবশতঃ কিশোরের শরীরে আগুন লেগে যায়। তার ডাক- চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কিশোর কে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কিশোর লিমন মারা যায়।