মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুই পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৭, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:০৭, ১৪ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুই পাচারকারী আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

এর আগে গত ১৩ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা স্টেশন কোস্ট গার্ড ফতুল্লার কুতুবপুর পাগলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

এসময় অভিযানে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৮৫ লাখ ৫৯ হাজার টাকার অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ৬২০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ দুই পাচারকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত পণ্য ও ট্রাক ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।