মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষ ভোট দিলে পিআর লাগে না : দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৩, ১৪ অক্টোবর ২০২৫

মানুষ ভোট দিলে পিআর লাগে না : দিপু ভূঁইয়া 

বিএনপির কর্মীসভা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিভিন্ন দল আজ পিআর পদ্ধতির দাবী করছে। কারণ তারা জনবিচ্ছিন্ন মানুষ। মানুষের জন্য কাজ করুন। মানুষ ভোট দিলে পিআর লাগে না। আপনারা মানুষের জন্য কাজ করুন। মানুষ আপনাদের চেয়ারে বসাবে। তারেক রহমানকে দেখেন, তারেক রহমান মানুষের জন্য কাজ করে। হাজারও মানুষ বলে আজ আমাদের নেতা তারেক রহমান। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দাউদপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ছাত্রদল আজ দাউদপুরে ইতিহাস সৃষ্টি করেছে। ছাত্রদল নারায়ণগঞ্জে নাম্বার ওয়ান হবে। সুলতান নাহিদসহ যারা ছাত্রদলে নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে আজকে তারা সকলে একত্রিত হয়েছে তারেক রহমানের জন্য। তারেক রহমানের ঝান্ডা এই ছাত্রদলের হাতেই উঠবে।

তিনি আরও বলেন, দাউদপুরের মানুষের অন্তরে বিএনপি। দাউদপুরের মানুষ এটা আজকে প্রমাণ করেছে। আমি প্রথমেই এই এতিমখানা মাঠে উপস্থিত হয়ে আপনাদপর ধন্যবাদ জানাই। এই এতিমখানাটা আমার দাদা ও বাবা একালাবাসীকে নিয়ে করেছে। এখানে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।