বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কলাগাছিয়া ইউনিয়ন হাজীপুরে মত বিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫২, ১৪ অক্টোবর ২০২৫

কলাগাছিয়া ইউনিয়ন হাজীপুরে মত বিনিময় সভা

মত বিনিময় সভা

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কতৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৩ অক্টোবর সোমবার  রাতে  কলাগাছিয়া ইউনিয়ন হাজীপুর  ৪নং ওয়ার্ড কার্যালয় সামনে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলাগছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুকুল বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল জুলুম খেটেছে  তাদের কে, আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান মূল্যায়ন করবেন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক জিয়া আমাদের কে   যেভাবে  কাজ করতে বলেছেন আমরা সেই ভাবে কাজ করব মানুষকে বুঝিয়ে ধানের শীষের পতাকা তলে নিয়ে আসবো  নব্য নেতারা  টাকা কাছে বিক্রি হয় কর্মীরা কিন্তু  বিক্রি হয় না।যারা ৫ই আগস্ট এর আগে আন্দোলন সংগ্রাম করেছে তাদের  মূল্যায়ন  করা হবে।, খুনি হাসিনার কোন দোসর ওয়ার্ড কমিটিতে স্থান পাবে না  

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।বন্দর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এডভোকেট আকবর হোসেন এর সভাপতিত্বে ও শহিদুর রহমান সহিদ প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হুমায়ূন কবির,বন্দর উপজেলা বিএনপি র  যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ দ্বীনইসলাম , সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল প্রধান।

এই সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা জাসাসের সহ -সভাপতি নুর আলম মিয়া, বন্দর থানা জাসাস এর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, ৪নং ওয়ার্ড বিএনপি র নেতা রাইসুল ইসলাম বাদল ঢালী মো:অসিম মিয়া তমিজউদ্দিন তমু আ: মতিন মাসুদ রানা, জনি মিয়া,দিলদার,  ফকির,ইয়াছিন,  রিপন,সাহালম,পারভেস বোবা,পলাশ,মনির হোসেন,সামু  রবিউল ইসলাম, নবী উল্লাহ আব্দুল জব্বার, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন আলম,আলমগীর, সাইফুল ইসলাম, দুলাল  শফিকুল ইসলাম, মান্নান, মফিজ,হান্নান, মো:শাহিন সহ ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।