
৩১ দফা নিয়ে গণসংযোগ
নারায়ণগঞ্জের বন্দরে রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে গণসংযোগ করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বন্দর ঘাট এলাকা থেকে এই প্রচার প্রচারণা শুরু করেন তিনি।
এসময় বন্দরের বিভিন্ন এলাকায় দোকানে ও ব্যাবসায় প্রতিষ্ঠানে ঘুরে ৩১ দফা ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালান খোরশেদ। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।
এসময় খোরশেদ বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যারা ওয়ান ইলিভেন থেকে শুরু করে এখন পর্যন্ত রাজপথে ছিলেন। যারা আমাকে শ্রম দিয়ে নেতা বানিয়েছিল তারা আজ আবারাও রাজপথে নেমে এসেছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, আমরা কোন ভাইয়ের লোক হবো না। আমরা কোন গ্রুপের লোক হবো না। এ দলে অনেক যোগ্য লোক আছে। সকলেই মনোনয়ন চাইতে পারে। মনোনয়ন চাইতেই পারে, আমরা যেন কাঁদা ছোড়াছুড়ি না করি। এতে দলের ক্ষতি হবে, তারেক রহমানের ক্ষতি হবে।
তিনি বলেন, আমরা সকলে রাজনীতি করবো। আমাদের মূল্যায়ন করবে শিক্ষকরা। খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমান শিক্ষকের মত মূল্যায়ন করবে। আমরা তাদের সিদ্ধান্ত মেনে নেবো।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রায় পনেরো শতাংশ ভোটার কখনও ভোট দেয়নি। তাদের ভোট আমাদের আদায় করতে হবে। আমাদের জনগণের পাশে থাকতে হবে। শুধু নেতাগিরি করলে ভোট আসবে না। মানুষের হৃদয় জয় করে ভোট আনতে হবে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।