
স্মারকলিপি প্রদান
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছে 'নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি (কুতুবপুর)'।
মঙ্গলবার দুপুরে কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংলগ্ন কুতুবপুর ইউনিয়নকে নাসিকের আওতাভুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।
কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, কুতুবপুর ইউনিয়নের বর্তমান নাগরিক জীবনমান খুবই নিম্ন। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ইউনিয়নে বসবাসরত জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, কুতুবপুর ইউনিয়ন একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ী আসেন, কিন্তু অপর্যাপ্ত নাগরিক সুবিধা ও আইন-শৃঙ্খলার অবনতির কারণে এই এলাকার অর্থনৈতিক সম্ভাবনা ব্যাহত হচ্ছে। উন্নত ড্রেনেজ, যোগাযোগ ও অন্যান্য নাগরিক সুবিধা না থাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারও ব্যাহত হচ্ছে।
কমিটির দাবি, নাসিকের মতো আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা যেমন উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কুতুবপুর ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। তাই জনগণের বৃহত্তর স্বার্থে দ্রুত কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে 'নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি (কুতুবপুর)'।
উল্লেখ্য, এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছিল। কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।