বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সেন্টুর শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ১৪ অক্টোবর ২০২৫

সেন্টুর শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ 

ফাইল ছবি

দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকা দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও ছড়াকার সাব্বির আহাম্মেদ সেন্টুর শারীরিক খোঁজ খবর নিতে তার বাসায় ছুটে এসেছেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার  (১৪ অক্টোবর) দুপুরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার বাসভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে এসে তারা এ খোঁজখবর নেন  ।
ওই সময় সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকা বিজয় পত্রিকার সম্পাদক ও ছড়াকার  সাব্বির আহাম্মেদ সেন্টুর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি.এম. সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আমির হোসেন,  বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের সদস্য মেহেদী হাসান রিপন ও মনজুর আহমেদ মুন্না প্রমুখ।

উল্লেখ্য,দৈনিক বিজয় পত্রিকা সম্পাদক ও ছড়াকার সাব্বির আহাম্মেদ সেন্টু গত ১ সপ্তাহ ধরে প্রচন্ড  জ্বরে অসুস্থ হয়ে তার বাসায় চিকিৎসাধীন রয়েছে।  বর্তমানে তার শারীরিক অবস্থা  কিছুটা উন্নতি দিকে  বলে তার পরিবার সূত্রে জানা গেছে।