বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগামীকাল ইসলামী আন্দোলনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫০, ১৪ অক্টোবর ২০২৫

আগামীকাল ইসলামী আন্দোলনের মানববন্ধন

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আগামীকাল ১৪ অক্টোবর (বুধবার), দুপুর ১২ টায় প্রেস ক্লাবের সামনে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দাবিসমূহ হলো-  আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি অব্যাহত রাখাবো। তাই আগামীকালের মানববন্ধন সফল করতে সকলকে উদাত্ত আহবান জানান।