শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দোকান তুলে বন্ধ করে দেয়া হলো রাস্তা ড্রেন, পানিবন্ধী বাসিন্দারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৪২, ২২ জুন ২০২২

দোকান তুলে বন্ধ করে দেয়া হলো রাস্তা ড্রেন, পানিবন্ধী বাসিন্দারা

পানিবন্দি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২১) সকালে সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কেয়ারটেকার মোঃ মনির হোসেনকে অভিযুক্ত করে ভুক্তভোগী রাজিয়া সুলতানা সোমবার (২০ জুন) রাতে ৩নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর একটি অভিযোগ  দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  ৪০০ ফিট লম্বা এবং ৬ ফিট চওড়া রাস্তা যার নিচ দিয়ে ড্রেন ও সরকারি গ্যাস লাইনের পাইপ রয়েছে। ওই রাস্তাটি বন্ধ করে দিয়েছে অভিযুক্ত ব্যক্তি। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আশেপাশের বাড়ীগুলো পানিবন্দি হয়ে আছে। 

এ বিষয়ে নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদলের সাথে একাধিক বার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ নয় মাস আগে নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদলকে এ বিষয়টি জানানো হলেও তিনি এখনো পর্যন্ত এর কোনো সমাধান দেননি। এতে করে অভিযুক্ত কেয়ারটেকার মোঃ মনির হোসেন একই অপরাধ বার বার করছে।