বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে মার সাথে রান্নার করার সরঞ্জাম আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৫, ২৩ নভেম্বর ২০২২

আড়াইহাজারে মার সাথে রান্নার করার সরঞ্জাম আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মার সাথে রান্নার করার সরঞ্জাম (লারকি) আনতে গিয়ে পানিতে ডুবে আরিফা আক্তার নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফা ওই ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভাটপাড়া এলাকা আইয়ুর আলীর মেয়ে। তার বাবা ওই এলাকায় মাকে নিয়ে ভাড়া থাকতো।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আইয়ুর আলীর স্ত্রী রাহিমা বেগম তার মেয়ে আরিফাকে নিয়ে লেঙ্গরদী এলাকার ইটভাটা এএমবি ব্রিকস্ এর পরিত্যক্ত কাঠ বাগানে রান্না করার সরঞ্জাম (লারকি) কুড়াতে যায়। এক পর্যায়ে পেছল ফিরিয়া দেখে আরিফা নেই। পরে আশপাশ এলাকায় খোাঁজ করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর বিকেলের দিকে ইটভাটার ভেতরের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, কোনরকম অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।