শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে চোরাই চিনি উদ্ধার, মুদি দোকানী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৫, ২৮ নভেম্বর ২০২৪

বন্দরে চোরাই চিনি উদ্ধার, মুদি দোকানী গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে চোরাই চিনি সহ মোজাম্মেল(৪০) নামে এক পাইকারি মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাতে বন্দর থানার লাঙ্গলবন্দ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ নভেম্বর রাত ২টায  বন্দর থানার লাঙ্গলবন্ধ এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত মোজাম্মেল বন্দর উপজেলার পিচকামতাল এলাকার মৃত আলম মিয়ার ছেলে। এ ব্যাপারে মেসার্স শুকতারা ট্রান্সর্পোট এজেন্সির ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে ট্রাক চালকের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।  যার মামলা নং ৩৫(১১)২৪ ধারা- ১৮১ পেনাল কোড।
ধৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত আবু বকর ছিদ্দিক জানান,  মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমেগত ২৫ নভেম্বর রাতে  মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে ৪৮০ বস্তা নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিল। পথে মধ্যে চিনি ভর্তি ট্রাকটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় শুকতারা নিজস্ব পার্কিং মাঠে অবস্থান করে। পরে স্থানীয় একটি সংঘবদ্ধ একটি চোরের দল ১৬২ বস্তা চিনি চুরি করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে   লাঙ্গলবন্দ বাজারে মোজাম্মেলের পাইকারি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।  এঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকানদার মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।