শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ২৯ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ের ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন সোনারগাঁ ইমাম ওলামা ঐক্য পরিষদ। ইসকনকে রাষ্ট্র বিরোধী সংগঠন হিসেবে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিলটি করেন।

দেখা গেছে, জুম্মার নামাজ শেষে একদল মুসুল্লি উপজেলার হাবিবপুর ঈদগাহ থেকে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলে মিছিলে মোগরাপাড়া এসে অবস্থান নেন। সেখানে তারা অন্তর্বর্তী সরকারকে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

বিক্ষোভের নেতৃত্ব থাকা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহীউদ্দীন খান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,পৃথিবীর অন্যান্য দশটি দেশে যেহেতু ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের বাংলাদেশেও তাদের নিষিদ্ধ করা লাগবে। যদি এর বাহিরে কোনো চক্রান্ত করা হয় তাহলে ওলামারা সেটা সহ্য করবে না। যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে ইসকনের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে প্রস্তুত।

এসময় উক্ত বিক্ষোভে অংশ নেন ইমাম ওলামা ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা মুফতি সাঈদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।