
হাসপাতাল দালাল মুক্ত রাখতে অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালাল মুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে এই অভিযান চালে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: তারিকুল ইসলাম।
এসময় পাসপোর্ট অফিসে দুই জন দালালের এক জনকে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর জনকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় একটি পাসপোর্টও জব্দ করা হয়।
এসময় প্রো-এ্যাকটিভ হাসপাতালের সামনে অবৈধভাবে পার্কিং করে রাখা সিএনজি সরিয়ে দেয়া হয়। এছাড়াও পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।