বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

|

বৈশাখ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ২ যুবককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫১, ১৪ মে ২০২৫

নারায়ণগঞ্জে ২ যুবককে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে জুনায়েদ (২৮) ও কাওসার (৩০) নামে দুই যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার (১৩ মে) আহত জুনায়েদের বাবা ওয়ার্কশপ ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এর আগে সোমবার (১২ মে) রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনায় আরমান (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আরমান ছাড়াও মামলার অপর আসামিরা হলেন: ওয়াজিদ (৩০), সবুজ (৩০), নাজমুল (৩১), মতিন তালুকদার (৫০), শুভ (৩০)।

মামলার বাদী সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত আসামিদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরজের ধরে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম ও তার ছেলে জুনায়েদের ওপর উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাত আরও ৬/৭ জন অতর্কিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে তারা জুনায়েদের শরীরে ছুরিকাঘাত করে। 

এ সময় বাবা-ছেলের চিৎকার শুনে তাদের রক্ষা করতে সাইফুলের ভাগিনা কাওসার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে আহত জুনায়েদ ও কাওসারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা আইসিউতে (নিবিড় পর্যবেক্ষণে) চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বাদী সাইফুল ইসলাম আরও জানান, জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক। আসামিরা প্রভাবশালী। যে কোনো সময় তারা আবারও হামলা করতে পারে। এ নিয়ে তিনি ও তার পরিবার শঙ্কিত।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। আরমান নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’