
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় শায়িত বহু বিদ্যাবিশারদ, উদ্ভাবক, দর্শন জ্যোতিবিজ্ঞানী ও ধর্ম প্রচারক আমির ফতেহউল্লাহ সিরাজীর বোগদাদী (রঃ আঃ) বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ৩দিন ব্যাপী বাৎসরিক ওরশ মাহফিল মঙ্গলবার রাতে দোয়া মাহফিল শেষে তবারক বিতরনের মধ্য দিয়ে শেষ করা হয়।
কবি সাংবাদিক রঞ্জিত মোদক বলেন, আমির ফতেহউল্লাহ সিরাজী বোগদাদীর (রঃ আঃ) হাত দিয়েই স¤্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দে সৌরবর্ষপঞ্জির বাংলা বর্ষ প্রচলন করেন। তিনি বাংলা নববর্ষের উদ্ভাবক ও জ্যোতিষশাস্ত্রের ওপর পান্ডিত ছিলেন।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, আমির ফতেহউল্লাহ সিরাজী (রঃ আঃ) বোগদাদ থেকে কয়েকশ বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন ধর্ম প্রচারের জন্য। তার আগমন সন তারিখ মনে নেই। তবে তিনি এ অঞ্চলে আসারপর তার আদর্শে অনুপ্রানিত হয়ে শতশত লোকজন ইসলাম ধর্ম গ্রহন করেন এবং তার নামেই ফতুল্লার নাম করন করা হয়।
মাজার কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ওরশের প্রথম দিন কোরআন খতম, দ্বিতীয় দিন রওজা গোলস শেষে গিলাফ চড়ানোর পর জিকির আজগার করা হয়। তৃতীয় দিন ওয়াজ মাহফিল শেষে দোয়া করা হয়। এরপর তবারক বিতরনের মাধ্যমে ওরশ মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।