
ফাইল ছবি
বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় ধৃত মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশি চালিয়ে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকার মজিবর মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রায়হান (২৮) ও একই থানার দড়ি সোনাকান্দা এলাকার কাউছার মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩০)। পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক খাইরুর বাশার ও অপর উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ২১(১০)২৫ ও ২২(১০)২৫। ধৃতদের পৃথক মাদক মামলায় রোববার (১২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সোয়া ৭টায় বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকা ও একই তারিখ দিবাগত রাত সোয়া ১টায় বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পৃথক মাদক উদ্ধার অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী রায়হান ও বিল্লাল হোসেন দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।