সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২২, ১৩ অক্টোবর ২০২৫

গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে ২ কেঁজী গাঁজাসহ কুমিল্লার ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র  পুলিশ। ধৃতরা হলো সুদূর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শুভপুর এলাকার মৃত মনির আহম্মেদ মিয়ার মেয়ে মায়া বেগম (৪২) ও একই এলাকার মৃত আবু সামা মিয়ার মেয়ে আসমা বেগম (৩৩)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  কামতাল তদন্ত কেন্দ্রের সহকারি উপ পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(১০)২৫। গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় সোমবার (১৩ অক্টোবর)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বাশার পেপার মিলের সামনে যাত্রীবাহী এশিয়া এয়ারকন পরিবহনে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই দুই নারী মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ উল্লেখিত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।