
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাবি করা চাঁদার টাকা না দেয়ায় পেয়ে লোকমান হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন সাংবাদিকদের জানান, তিনি কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন। গত কিছুদিন আগে এলাকার চিহ্নিত সস্ত্রাসী শফিকুল ইসলাম ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা ব্যবসা বন্ধ করে দিবেন বলে হুমকি প্রদান করেন। পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন।
লোকমান হোসেন আরও জানান, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দাবি আরও ৪ লাখ টাকার জন্য শফিকুল ইসলাম তার সন্ত্রাসী লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করেন। এসময় তার কাছ থেকে পুনরায় চাঁদার টাকা দাবি করেন। এসময় লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলাম চাঁদাবাজির বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন। তিনি দাবি করেন, এ ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে হয়রানি করছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘হামলা ও গুলিবিদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’