রোববার, ১৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অবৈধ মেলায় হামলা আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে অবৈধ মেলায় হামলা আহত ৫

মেলায় হামলা

আড়াইহাজারে অবৈধ মেলায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯ টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাস ষ্ট্যান্ডে এই ঘটনা ঘটে। অহতদরে মধ্যে রেদওয়ান (১৯), হিমন (২১), জোনায়েদ (১৭) ও  শাওন (৩০) কে উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, রামচন্দ্রদী গ্রামের মৃত মালেকের ছেলে সুলতান স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় কোন রকম অনুমতি না নিয়ে একটি মেলার আয়োজন করে। মেলায় জুয়াসহ সব রকম অবৈধ কার্যকলাপ চলছে।

ঘটনার দিন মেলায় রাউন্ডে চড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বগাদী গ্রামের মাসুমের ছেলে রেদওয়ানের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে রামচন্দ্রদী গ্রামের ইমন দলবল নিয়ে দেশী অস্ত্র নিয়ে এলোপাথারী হামলা করে। ফলে ৫ জন গুরুতর আহত হয়। এ সময় আতঙ্কে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। লোকজন ছুটোছুটি করতে থাকে। 

আহত রেদওয়াএনর বাবা মাসুম জানান, আমার ছেলেকে নির্মম ভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আমি এর বিচার চাই। 

মেলার আয়োজক সুলতান জানান, আমরা বিএনপি করি, কিসের অনুমতি নিব?

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেলার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।