শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ২৪ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রæপের সামনের থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে কবির হোসেন (৪০) ও একই এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে সুজন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রæপের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কবির হোসেন ও সুজন নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার, দুটি ছোরা উদ্ধার করা হয়।
সেনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।  ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।