ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ডেনিম এ্যাপারেলস গার্মেন্টসে ডাকাতির ঘটনায় একজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- বন্দর উপজেলার মনারবাড়ি এলাকার মোঃ আসলাম (৪০)।
এর আগে গত ১৮ ডিসেম্বর ভোরে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস-এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় এসএফ ডেনিম এ্যাপারেলস এর সিকিউরিটি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

