রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৮, ১০ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী লেনে অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিডিএম ব্যানারের একটি বাস থামানো হয়।

বাসটি থামানোর পর ভেতর থেকে দুইজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের সহায়তায় তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করেন। 

তারা হলেন- মোহাম্মদ রবিউল ইসলাম (৩৫), পিতা মৃত নিজাম উদ্দিন এবং নুর ইসলাম (৩২), পিতা মোহাম্মদ সুলতান। উভয়ের বাড়ি শেরপুর জেলার দিকপাড়া এলাকায়।

পরে আটককৃতদের হেফাজত থেকে মোট পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের শুক্রবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।