
প্রতীকী ছবি
বন্দরে চোর সন্দেহে মা ও মেয়েকে আটক করে পুলিশ সোর্পদ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাতে বন্দর থানার বাগবাড়িস্থ কুতুব বাগ দরবার শরিফের সামনে থেকে ওই দুই মা ও মেয়েকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। আটককৃতরা হলো পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার ইউনুস আলী মিয়ার স্ত্রী গোলনাহার বেগম (৪৫) ও তার মেয়ে সুরাইয়া আক্তার (১৯)। আটককৃত মা ও মেয়েকে ১৫১ ধারায় শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, কুতুব বাগ দরবার শরিফের ওরশ মোবারক উপলক্ষে সেখানে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে। তার কারনে সেখানে অনেক ছিচকে চোর ও পকেটমারদের আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। গত বৃহস্পতিবার রাতে কুতুব বাগ দরবার শরিফের সামনে ওরশ মোবারকে আসা ভূক্তবৃন্দদের কাছ থেকে টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র চুরির প্রস্তুতি কালে উল্লেখিত মা ও মেয়েকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করা হয়। এ ঘটনায় কেউ বাদী হয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের না করায় পুলিশ আটককৃতদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে।