সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৮, ১৯ জানুয়ারি ২০২৬

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ মনির হোসেন (৩৮) নামে একজনকে আটক করা হয়। মনির হোসেন বন্দরের নবীগঞ্জ মোড়ের পূর্ব বসবাস করেন। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন নবীগঞ্জ রেল লাইনের পূর্ব পাশে হাজী মোসলেহ উদ্দিন মার্কেট এলাকায় মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। 

পরবর্তীতে তার হেফাজত তল্লাশি করে ৫২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকাভুক্ত করে আইনানুগভাবে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।