সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অস্ত্রসহ ছিনতাইকারি তন্ময় আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৯, ১৯ জানুয়ারি ২০২৬

অস্ত্রসহ ছিনতাইকারি তন্ময় আটক

ফাইল ছবি

বন্দরে ট্রাক চালককে পিটিয়ে নগদ টাকা,  মোবাইল সেট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেওয়ার সময় ধারালো অস্ত্রসহ তন্ময় (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আটককৃত ছিনতাইকারী সহযোগী  নাঈম ও মারুফসহ অজ্ঞাত নামা ছিনতাইকারী দল। আটককৃত ছিনতাইকারী তন্ময় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ বড়বাড়ী এলাকার হানিফ মিয়ার ছেলে। আহত ট্রাক চালক জাকির হোসেন বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকার আলী হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে ভুক্তভোগী ট্রাক চালক জাকির হোসেন বাদী হয়ে আটককৃত ছিনতাইকারী তন্ময় ও পলাতক ছিনতাইকারী নাঈম ও মারুফের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং-।  আটককৃত ছিনতাইকারীকে উল্লেখিত মামলায় সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১৮ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় বন্দর থানার নবীগঞ্জ লতিফ হাজীমোড়ে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর থানার একরামপুর পৌরসভা সংলগ্ন এলাকার আলী হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন আকিজ কোম্পানিতে  ট্রাক চালক হিসেবে কর্মরত। প্রতিদিনের ন্যায় গত রোববার রাত দেড়টায় ট্রাক চালক জাকির হোসেন   বন্দর থানার  একরামপুরস্থ আকিজ ফ্যাক্টরীতে  ট্রাক লোড করতে দিয়ে তার  বন্ধুর ট্রাক নিয়া বন্দর থানার বাগবাড়ী  আকিজ ফিড ফ্যাক্টরীতে মালামাল আনতে যায়। একই তারিখ রাত অনুমান ২টায় ট্রাক চালক জাকির হোসেন ও তার বন্ধু ট্রাক গাড়ীটি লোড করার জন্য রেখে ট্রাক চালক জাকির হোসেন  বাসায় আসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজীর মোড়ে পৌছামাত্র কতিপয় দুষ্কৃতিকারীদল পরিকল্পিতভাবে ছিনতাই করার উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য ট্রাক চালকের পথরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে ত্রাসসৃষ্টি করে উল্লেখিত  চালককে এলোপাতারি মারপিট করে  প্যান্টের পকেটে থাকা নগদ ১৮ হাজার ৬০০ টাকা, একটি বাটন Symphony মোবাইল, যাহাতে সিম নং-০১৫৬৭৮৫০৩৯০, ০১৯৭৪-৭২৫৭১০ সংযুক্ত ছিল, যাহার মূল্য অনুমান ৩ হাজার তিনশত টাকা এবং ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। ওই সময় ট্রাক চালকের  ডাকচিৎকার করলে বন্দর থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ১ নং বিবাদী তন্ময়কে ধারালো অস্ত্রসহ আটক করে। ওই সময় নবীগঞ্জ রসুলবাগ এলাকার ছিনতাইকারি নাঈম ও নবীগঞ্জ বড়বাড়ী এলাকার আক্তার হোসেনের ছেলে মারুফসহ অন্যান্যরা কৌশলে পালিয়ে যায়।