মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে নারীর ঝুলান্ত লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৭, ২০ জানুয়ারি ২০২৬

বন্দরে নারীর ঝুলান্ত লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

বন্দরে ভাড়াটিয়া ভারসাম্যহীন নারী ও ২ সন্তানের জননী  সাথী আক্তার (৩২) এর ঝুলান্ত লাশ  উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ১১টায়  বন্দর থানার ২১ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ১নং গল্লীস্থ জনৈক শফিকুল ইসলামের  ভাড়াটিয়া বাড়ি নিচতলা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আত্মহত্যাকারী  ভারসাম্যহীন নারী  সাথী বেগম সুদূর রাজবাড়ী জেলার একই থানার রামকাঞ্চপুরস্থ পাঠানপাড়া এলাকার মৃত এলাহী মিয়ার মেয়ে।
এ ব্যাপারে আত্মহত্যাকারী নারী স্বজনরা বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।
এর আগে গত সোমবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে পুলিশ    লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।  এ ব্যাপারে  থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।  ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারন জানা যাবে।