
নিরাপত্তা বিষয়ক কর্মশালা
"আমি আপনি সচেতন হলে দূর্ঘটনা যাবে কমে" এ স্লোগানে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি-ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাইস্কুল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ' সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
সভায় নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক এ আর জাহাঙ্গীর আলম,
দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা সম্পাদক মো. সোহেল কিরণ, অর্থ সম্পাদক হাসান উদৌলা, প্রচার সম্পাদক মহসীন ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য সোহেল মিয়া, রমজান মৃধা, হাসান খাঁন প্রমুখ।